সকালবেলায় office পালিয়ে
ফের Tamasha দেখতে যাবো,
তোর শহরের ধুলোয় ধোঁয়ায়,
হঠাৎ শীতের ঠান্ডা হাওয়ায়,
তোকে কোথাও দেখতে পাবো|
ভীষণ খুশি ভীষণ অবাক -
তোর পাড়াতেই bus-এর এ ঝাঁক,
যাচ্ছে কেন?
আমার office অন্য পাড়ায়,
Adventure?
বয়স নেই আর,
বয়স আমার কমছে যেন?
তোকে ভীষণ ভালো বাসি,
বলতে গেলেই পাচ্ছে হাসি,
কিন্তু সেটাই সত্যি বোধ হয়...
তোর যদি না হয় বোধোদয়,
আমার কি দোষ? করব আপোষ?
কক্ষনো না, করিস ক্ষমা,
তোর ভালোবাসা safe, secured,
মনের কোণে রইলো জমা!
No comments:
Post a Comment