"চারুলতা"-র সঙ্গে নিজের খুব মিল পাই আজকাল। সে যেমন সারা দুপুর দূরবীন চোখে বাইরের পৃথিবীটা দেখে বেড়াতো, আমিও তেমনি এ জানলা সে জানলা করে বেড়াই, কখনো আমার পোষ্যদের মারপিট করতে দেখলে জানলা খুলে বকি, "এই কালো, এই নিখু, এত গুন্ডামি করিস না, খিদে পেয়েছে? আয় খেতে আয়..."
কখনো বা চড়াই পাখি দেখি, কখনো শালিখ পাখি (অত এক শালিখ দুই শালিখ আমি মানিনা, তাই বেশ নির্দ্বিধায় দেখি...)
আমার ঘরে দুটো টিকটিকি আছে, একে অপরকে তাড়া করে বেড়ায়, তাদের ঘুরে বেড়াতে দেখি,গরুগুলো মাঠে চড়তে আসে, তাদের দেখি...
Along with the occasional storybook that keeps me company...now it is a John Grisham...The Broker...it talks about Italy, and the University of Bologna, one of our project partners...and also on how a person takes on a new identity...
আর তোর্ কথা ভাবি - কি করছিস, কি ভাবছিস, কেমন আছিস...ব্যাস সময় কেটে যায়।
They have coped up with their sister's death...আমি প্রথমে খুব রাগ করেছিলাম ওদের ওপর - তোরা ভুষন্ডি কালো ভাইগুলো মিলে বোনটাকে রাখতে পারলি না রে? কিন্তু ওদের কি দোষ?
They keep together these days - together is an important word...isn't it :)
যাইহোক, শুভ নববর্ষ ১৪২২ :) Here's hoping for togetherness :) :)
কখনো বা চড়াই পাখি দেখি, কখনো শালিখ পাখি (অত এক শালিখ দুই শালিখ আমি মানিনা, তাই বেশ নির্দ্বিধায় দেখি...)
আমার ঘরে দুটো টিকটিকি আছে, একে অপরকে তাড়া করে বেড়ায়, তাদের ঘুরে বেড়াতে দেখি,গরুগুলো মাঠে চড়তে আসে, তাদের দেখি...
Along with the occasional storybook that keeps me company...now it is a John Grisham...The Broker...it talks about Italy, and the University of Bologna, one of our project partners...and also on how a person takes on a new identity...
আর তোর্ কথা ভাবি - কি করছিস, কি ভাবছিস, কেমন আছিস...ব্যাস সময় কেটে যায়।
They have coped up with their sister's death...আমি প্রথমে খুব রাগ করেছিলাম ওদের ওপর - তোরা ভুষন্ডি কালো ভাইগুলো মিলে বোনটাকে রাখতে পারলি না রে? কিন্তু ওদের কি দোষ?
They keep together these days - together is an important word...isn't it :)
যাইহোক, শুভ নববর্ষ ১৪২২ :) Here's hoping for togetherness :) :)