অভিমান
~~~~~~~~~~~~~~~
আমার কথাটি ফুরোলো,
নটে গাছটি মুরোলো,
নিরুদ্দেশের পথেই কোথাও -
স্বপ্নগুলো হারালো।
স্বপ্নগুলো নিহত।
শরীর মনের এ ক্ষত -
তোমার স্নেহের শীতল স্পর্শে
একটু যদি জুড়োতো ?
বৃষ্টি হত অল্প স্বল্প ,
আবছা আঁধারে অনেক গল্প;
এসব ইচ্ছে এখন অতীত,
মৃত্যু কূপে নির্বিকল্প।
অসম্ভবের কল্পনা -
আর কখনো করবনা,
একলা আমি একাই থাকি;
তোমার ও হাত ধরবো না।
~~~~~~~~~~~~~~~
আমার কথাটি ফুরোলো,
নটে গাছটি মুরোলো,
নিরুদ্দেশের পথেই কোথাও -
স্বপ্নগুলো হারালো।
স্বপ্নগুলো নিহত।
শরীর মনের এ ক্ষত -
তোমার স্নেহের শীতল স্পর্শে
একটু যদি জুড়োতো ?
বৃষ্টি হত অল্প স্বল্প ,
আবছা আঁধারে অনেক গল্প;
এসব ইচ্ছে এখন অতীত,
মৃত্যু কূপে নির্বিকল্প।
অসম্ভবের কল্পনা -
আর কখনো করবনা,
একলা আমি একাই থাকি;
তোমার ও হাত ধরবো না।
No comments:
Post a Comment